1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক মো. আক্তার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ২০ দিন ধরে তিনি ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক মো. আক্তার হোসেন (৩৫) ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নায়েক আক্তার হোসেন কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তার বাড়ি ভোলা জেলায়।

খায়রুল আলম বলেন, গত ১৩ অক্টোবর নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন আক্তার হোসেন। তার বাম পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে রামু সেনানিবাসস্থ সিএমএইচ থেকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ ২০ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

তিনি আরও জানান, নিহত আক্তার হোসেনের মরদেহ বর্তমানে ঢাকার সিএমএইচের মর্গে রাখা হয়েছে। শনিবার সকালে হেলিকপ্টারে করে তার লাশ ভোলার নিজ গ্রামে পাঠানো হবে এবং পরবর্তীতে সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে টহলরত অবস্থায় বিজিবির একটি দল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’-র পেতে রাখা মাইনে পা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই সময় আক্তার হোসেন গুরুতর আহত হন এবং সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এই ঘটনায় সীমান্ত এলাকায় পুনরায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট