1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজীউ রাস উৎসবের উদ্বোধন

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
দিনাজপুরের কাহারোলে ২ শতাধিক বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কান্তজীউ রাস উৎসব ও মেলার উদ্বোধন হয়েছে। এক মাসব্যাপী এই ঐতিহাসিক উৎসব উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ।

দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী রুক্মিণী কান্তজীউ মন্দিরে শুরু হয়েছে ২ শত ৭৪ বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব ও মেলা। প্রাচীনকাল থেকে চলে আসা এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবটি এখনো দিনাজপুর অঞ্চলের অন্যতম বৃহৎ ঐতিহ্যের প্রতীক হিসেবে টিকে আছে।

বুধবার (৫ নভেম্বর ২০২৫) বিকেলে দিনাজপুর রাজদেবত্বর ষ্টেটের আয়োজনে এক মাসব্যাপী ঐতিহাসিক কান্তজীউ রাস উৎসব মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ও পৌর প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ। তিনি উৎসবের উদ্বোধন ঘোষণা করেন এবং বলেন, “কান্তজীউ মন্দির শুধু ধর্মীয় ঐতিহ্যের প্রতীক নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম, কাহারোল-বোচাগঞ্জ এএসপি (সার্কেল) মোঃ মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর কুমার বিশ্বাস এবং রাজদেবত্বর ষ্টেটের এজেন্ট বাবু রনজিৎ কুমার সিংহ।

এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু সত্যজিৎ কুমার কুন্ডু, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম, ডাঃ ডি সি রায়, দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শ্বরুপ কুমার বক্সি, দিনাজপুর জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক উত্তম কুমার রায়, এবং অন্যান্য অতিথিবৃন্দ।

প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে কান্তজীউ মন্দির প্রাঙ্গণ পরিণত হয় উৎসবের মিলনমেলায়। দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী এখানে এসে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন এবং ঐতিহ্যবাহী কান্তজীউ মেলায় অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “শ্রী শ্রী কান্তজীউ মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি দিনাজপুরের ঐতিহ্য ও সহনশীল সংস্কৃতির জীবন্ত প্রতীক। এই রাস উৎসবের মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও ঐক্য আরও দৃঢ় হয়।”

অনুষ্ঠান শেষে বিশেষ প্রার্থনার মাধ্যমে উপস্থিত সবাই দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট