
দেশে নির্বাচনী জোয়ার বইছে— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “সারা দেশে এখন ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন চাইছেন, মিছিল-মিটিং হচ্ছে। নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো উদ্বেগ বা সংশয় নেই। যারা সংশয় ছড়াচ্ছে, তারা আসলে স্বৈরাচারের দোসর।”
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর কলেজ রোডে নাগরিক সমাজ ও সিটি ডিফেন্স পার্টি আয়োজিত এক ‘নাগরিক সংবর্ধনা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কোনো অনিশ্চয়তা নেই। রাজনৈতিক দলগুলো গণভোটের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে এলে আমরা আরও সুন্দর ও দ্রুতগতিতে নির্বাচনের কাজ সম্পন্ন করতে পারব।”
এর আগে প্রেস সচিব সংবর্ধনাস্থলে পৌঁছালে সিটি ডিফেন্স পার্টি ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে বরণ করেন। পরে নাগরিক সমাজের পক্ষ থেকে তাকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “নাগরিক সমাজ সরকারের গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”