1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

ইন্দুরকানীতে ট্রলার মালিকের বাড়ি থেকে মৎস্যজীবীর লাশ উদ্ধার, স্ত্রী বললেন ‘হত্যা করে বিষ খাওয়ানো হয়েছে

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে ট্রলার মালিকের বাড়ি থেকে মৎস্যজীবী শ্রমিক মিজান হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দাদনের টাকা নিয়ে বিরোধের জেরে তাকে আটকে রেখে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এক মৎস্যজীবী শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ২নং বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামে ট্রলার মালিক মহারাজের বাড়ি থেকে মিজান হোসেন (৪০) নামে ওই মৎস্যজীবীর লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মিজান হোসেন পেশায় রাজমিস্ত্রী হলেও অবসর সময়ে জেলেদের সঙ্গে সমুদ্রে মাছ ধরতেন। প্রায় চার মাস আগে তিনি ট্রলার মালিক আ. খালেক শেখের ছেলে মহারাজের কাছ থেকে পাঁচ হাজার টাকা দাদন হিসেবে নেন। কিন্তু টাকা নেওয়ার পর থেকে তিনি আর কাজে যাননি। সম্প্রতি শাশুড়ির মৃত্যুসংবাদে বাড়িতে ফেরেন মিজান। এ খবর পেয়ে ট্রলার মালিক মহারাজ ও তার সহযোগীরা মঙ্গলবার বিকেলে কালাইয়া আবাসন এলাকা থেকে মিজানকে ধরে এনে নিজের বাড়িতে আটকে রাখেন।

এরপর বুধবার বিকেলে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে, আটকে রাখা মিজানের মৃত্যু হয়েছে। স্থানীয়রা বিষয়টি ইন্দুরকানী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী শাহিনুর বেগম অভিযোগ করে বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মহারাজ ও তার বাবা খালেক শেখ তাকে ধরে এনে মেরে মুখে বিষ ঢেলে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।”

অন্যদিকে, মহারাজের মা নেহেরুন বেগম জানান, “আমি বাড়িতে ছিলাম না। ফিরে এসে শুনি মিজান অসুস্থ। দোতলায় গিয়ে দেখি অচেতন অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়দের ডাকলে সবাই মিলে পুলিশে খবর দিই।”

মহারাজের স্ত্রীও দাবি করেন, “মিজান হোসেন আমাদের বাড়িতে আসার পর থেকেই অসুস্থ ছিলেন। কয়েকবার বমি করেন। আমরা ভেবেছিলাম তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাই বিশ্রামের জন্য দোতলায় থাকতে দেওয়া হয়।”

ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত বালা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।”

স্থানীয়রা মনে করছেন, দাদনের টাকার জের ধরেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট