1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে পিছিয়ে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গোল করেন নেপালের রোহিত চাঁদ।

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচের প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

খেলার শুরু থেকেই দুই দলই কিছুটা খাপছাড়া ফুটবল খেলতে থাকে। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূঁইয়া নেওয়া সেই কর্নার কিক কাজে লাগাতে পারেননি দলের কেউ। অন্যদিকে নেপালও আক্রমণাত্মক খেলার চেষ্টা করে, তবে বাংলাদেশের ডিফেন্সে আটকে যায় তাদের বেশ কয়েকটি আক্রমণ।

২০ মিনিটের মাথায় আবারও কর্নার সুযোগ পায় বাংলাদেশ। এবারও কর্নার থেকে গোলের দেখা পায়নি দল। জামাল ভূঁইয়ার নেওয়া কর্নার কিক নেপাল গোলরক্ষক সামনের দিকে এসে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলেও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফরোয়ার্ডরা।

ম্যাচের ২৯ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। নেপালের মিডফিল্ডার রোহিত চাঁদ আচমকা বল নিয়ে ঢুকে পড়েন বাংলাদেশের রক্ষণভাগে। কাটব্যাক থেকে পাওয়া নিচু শটে জালে বল জড়ান তিনি, তাতেই এগিয়ে যায় নেপাল (১-০)।

প্রথমার্ধের শেষ দিকে গোল শোধের চেষ্টা চালায় বাংলাদেশ। ৪৪ মিনিটে ক্রস থেকে পাওয়া বলে হেড নিয়েছিলেন তরুণ ফরোয়ার্ড ফাহিম, তবে তার নেওয়া বলটি সরাসরি চলে যায় প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল শোধে মাঠে নামবে বাংলাদেশ দল। সমর্থকদের প্রত্যাশা, ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি অন্তত ড্র করতে পারবে জামাল ভূঁইয়ারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট