
দেশব্যাপী আওয়ামী লীগের নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে পিরোজপুর জেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় নতুন বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলকে ঘিরে এলাকায় ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। তার সঙ্গে অংশ নেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমির মাও. ইসহাক আলী, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমরান হোসেন, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান ও সদর উপজেলা সেক্রেটারি মো. আরিফ বিল্লাহসহ জামায়াত ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “বাংলার মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আর কোনো জায়গা হবে না। তাদের যেকোনো নাশকতা ও অপতৎপরতা রুখে দিতে আমরা সতর্ক অবস্থায় আছি।” বক্তারা আরও জানান, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে জামায়াত কর্মীরা প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।
নেতারা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়ে বলেন, জনগণের অধিকার রক্ষায় আন্দোলন আরও শক্তিশালী হবে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।