
বরিশালে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায়ই দিক, তা কার্যকর করা হবে। আইন তার নিজস্ব গতিতেই চলবে।”
রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসন ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি আরও বলেন, দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এ বিষয়ে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করতে বলা হয়েছে। প্রশাসনকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “দেশ এখন পুরোপুরি নির্বাচনমুখী। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের সহযোগিতাই শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের মূল ভিত্তি।”
বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা খুব ভালো নয়, আবার খুব খারাপও নয়। তবে মোটামুটি সন্তোষজনক অবস্থায় রয়েছে। প্রয়োজনীয় সতর্কতা ও সমন্বয় অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে বিভিন্ন বাহিনী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচনকেন্দ্রিক সম্ভবনাময় অস্থিরতা, সংবেদনশীল এলাকা, নিরাপত্তা পরিকল্পনা এবং প্রশাসনিক প্রস্তুতি বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।