1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

জামালপুরে প্রতারণা ও অর্থ আত্মসাত মামলায় আসামি মেহেদীর বিরুদ্ধে আদালতের সমন জারি

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
জামালপুরে ৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়েরের পর আসামি মেহেদির বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। পূর্বপরিচয়ের সুযোগ নিয়ে টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী ফেরত না দেওয়ায় বাদী মামলা করেন।

প্রতারণামূলকভাবে ৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় আসামি মেহেদি নোমানের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। মামলার বিবরণে উঠে এসেছে, আসামি দীর্ঘদিন ধরে প্রতারণা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন বাদী।

মামলা সূত্রে জানা যায়, আসামি মেহেদি নোমান স্বভাবগতভাবে ‘প্রতারক, আইন অমান্যকারী ও অর্থ আত্মসাৎকারী’ হিসেবে পরিচিত। অপরদিকে বাদী একজন সহজ-সরল, আইনের প্রতি শ্রদ্ধাশীল ও নিরীহ ব্যক্তি। দু’জনের বাড়ি জামালপুর শহরের কাচারিপাড়া এলাকায় পাশাপাশি হওয়ায় তাদের মধ্যে পূর্বপরিচয় ছিল।

এই পরিচয়ের সুবাদে ব্যবসায়িক প্রয়োজনে জরুরি টাকার কথা বলে আসামি মেহেদি বাদীর কাছে ৯ লাখ ৫০ হাজার টাকা হাওলাত চান এবং প্রতিশ্রুতি দেন দুই মাসের মধ্যেই পুরো টাকা ফেরত দেবেন। বাদী বিশ্বাস করে তার কথায় সম্মতি দেন।

বাদীর অভিযোগ, ২০২৫ সালের ১৬ জুলাই (বুধবার) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে আসামি তার ভাড়াটিয়া বাসায় গিয়ে টাকা গ্রহণ করেন এবং দ্রুত সেখান থেকে চলে যান। পরদিন ১৭ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে আসামি তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা প্রস্তুত করে স্বাক্ষর করেন। সাক্ষীদের উপস্থিতিতে তিনি এই অঙ্গীকারনামাটি বাদীর হাতে তুলে দেন।

তবে নির্ধারিত সময় পার হলেও আসামি টাকা ফেরত না দেওয়ায় বাদী আদালতে মামলা দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে আদালত আসামি মেহেদির বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

জামালপুরে এমন প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট