1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস

ইন্দোনেশিয়ায় সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর প্রায় ৯০০ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বাড়িঘর ক্ষতিগ্রস্ত এবং ১৯০ জনকে পাহাড়ের ঢাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সতর্কতা স্তর সর্বোচ্চ পর্যায়ে।

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় সেমেরু আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতের পর বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রায় ৯০০ মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আকস্মিক এ অগ্ন্যুৎপাতে বাড়িঘর, একটি বিদ্যালয়সহ আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয় এবং বিপদ এড়াতে পাহাড়ের ঢাল থেকে অন্তত ১৯০ জনকে সরিয়ে নেওয়া হয়।

বুধবার বিকেলে পূর্ব জাভার সেমেরু পর্বতে অগ্ন্যুৎপাত শুরু হলে আগ্নেয়গিরি থেকে ছাই ও গরম গ্যাস প্রায় ১৩ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে দ্রুত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় এবং কর্তৃপক্ষ সতর্কতার মাত্রা ‘সর্বোচ্চ’ পর্যায়ে উন্নীত করে।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কিছুটা থেমে গেলেও এর তৎপরতা ওঠানামা করছিল, ফলে ঝুঁকি এখনো পুরোপুরি কেটে যায়নি।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা সুলতান সিয়াফাত জানান,
“অগ্ন্যুৎপাতের পর প্রায় ৯০০ মানুষ স্থানীয় স্কুল, মসজিদ ও গ্রামে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। তারা রাতেও সেখানে ছিল। এখনো তারা আতঙ্কগ্রস্ত এবং পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।”

প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ চলমান রয়েছে এবং নতুন কোনো বিপদের আশঙ্কায় স্থানীয়দের সতর্ক করে রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট