
ঢাকার কেরানীগঞ্জে শরীয়াহ-ভিত্তিক নিকাহ কনসালট্যান্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’-র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুই দিন আগে কাসেমীর স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার নথি অনুযায়ী, পারিবারিক কলহের জেরে বিভিন্ন অভিযোগে মামলা করেন কাসেমীর স্ত্রী। ঘটনার তদন্ত চলছে।
গ্রেপ্তারের পর মুফতি কাসেমী বর্তমানে কেরানীগঞ্জ মডেল থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পুলিশ বিস্তারিত যাচাই-বাছাই করছে। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই তার গ্রেপ্তারের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছেন, বিশেষ করে তিনি একটি জনপ্রিয় শরীয়াহ-ভিত্তিক বিবাহ পরামর্শ প্ল্যাটফর্ম পরিচালনা করায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে এটি পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে মামলা বলেই মনে হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন ওসি।