1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা সভায় মাদক ও বাল্যবিবাহ রোধে কঠোর পদক্ষেপের ঘোষণা নবাগত ইউএনও’র

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়া উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভায় নবাগত ইউএনও মোঃ হারুন অর রশিদ মাদক, বাল্যবিবাহ ও অবৈধ দখল রোধে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন। সভায় খেয়াঘাট ও ফেরিতে অতিরিক্ত টোল উত্তোলন বন্ধের ওপরও জোর দেন তিনি।

খুলনার দিঘলিয়া উপজেলায় অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধ, অবৈধ দখলমুক্তকরণসহ জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ইউএনও মোঃ হারুন অর রশিদ।

সভায় ইউএনও বলেন, “মাদক ও বাল্যবিবাহ সমাজের জন্য বড় হুমকি। এগুলো রোধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে। পাশাপাশি খেয়াঘাট ও ফেরিতে অতিরিক্ত টোল উত্তোলন বন্ধে কঠোর নজরদারি চালানো হবে।”

তিনি আরও বলেন, সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করা, বাজার তদারকি বৃদ্ধি, এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সম্মিলিতভাবে কাজ করাই এখন প্রশাসনের মূল অঙ্গীকার। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মাহাবুবুল আলম, ওসি (তদন্ত) প্রবীর, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসনাত, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, গাজীরহাট ইউপি প্রশাসক কাপিল বসাক, উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হোসাইন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্ত মোঃ মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, এবং দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন।

সভায় বিভিন্ন দপ্তর তাদের নিজস্ব ক্ষেত্রের সমস্যা, অগ্রগতি ও সমাধানকল্পে মতামত তুলে ধরেন। একসঙ্গে কাজ করলে দিঘলিয়া উপজেলাকে আরও মাদকমুক্ত, সুশৃঙ্খল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মত দেন অংশগ্রহণকারীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট