
ডিসেম্বর এলেই শীতের আমেজ—কুয়াশায় ঢাকা সকাল, নরম রোদ আর রাতের তীব্র ঠান্ডা। চলতি ডিসেম্বরেও এমনই আবহ দেখবে বাংলাদেশ। তবে এবার তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম, কিন্তু তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১ ডিসেম্বর) প্রকাশিত মাসিক আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, ডিসেম্বরজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে ১-২টি মৃদু (৮-১০°C) থেকে মাঝারি (৬-৮°C) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
একইসঙ্গে পূর্বাভাস বলছে—এই মাসে দেশের সামগ্রিক বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে। দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা রয়েছে।
ডিসেম্বরে কুয়াশার প্রকোপও থাকবে উল্লেখযোগ্য। দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা, আর অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এতে সড়ক, নৌ ও আকাশপথের যাতায়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া পূর্বাভাসে আরও বলা হয়েছে—ডিসেম্বরে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্বাভাবিক প্রবাহে থাকবে এবং বড় ধরনের বন্যা বা নদী অস্বাভাবিকতা দেখা দেওয়ার সম্ভাবনা নেই।
সব মিলিয়ে, ডিসেম্বরেও শীত থাকবে অনুভবযোগ্য—তবে প্রকৃত শৈত্যপ্রবাহ শুরু হবে মূলত মাসের দ্বিতীয় ভাগে।