1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে কিউআর কোড ব্যবস্থা চালু করবে নির্বাচন কমিশন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
নির্বাচনে ভুয়া সাংবাদিক শনাক্তে প্রথমবারের মতো কিউআর কোড যুক্ত কার্ড চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে প্রশিক্ষণ কর্মশালায় কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সানাউল্লাহ এ তথ্য জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভুয়া সাংবাদিক শনাক্তে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সাংবাদিকদের পরিচয়পত্রে থাকবে কিউআর কোড, যা স্ক্যান করলেই জানা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি সত্যিকারের সাংবাদিক কিনা। এই নির্দেশনা দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৩ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) আয়োজিত সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যবস্থা পুনরুদ্ধারে কমিশন কাজ করছে। ভুয়া সাংবাদিকদের কারণে বিভিন্ন কেন্দ্রে অনিয়ম এবং বিশৃঙ্খলা তৈরি হয়। এ সমস্যা দূর করতেই কিউআর কোড সম্বলিত পরিচয়পত্র কার্যকর ভূমিকা রাখবে।

তিনি বলেন, “ভুয়া সাংবাদিকরা যেন আর কোনোভাবে কার্ড দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যেই আমরা এই প্রযুক্তি ব্যবহার করছি। সামনের নির্বাচন দেশের গণতান্ত্রিক পথচলায় একটি গুরুত্বপূর্ণ টোন সেটিং হিসেবে কাজ করবে। ভালো নির্বাচন করতে হলে সবার দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কমিশন একা এটি করতে পারবে না—এটি জাতির স্বার্থের বিষয়।”

ভোটগ্রহণের সময় প্রসঙ্গে তিনি জানান, একজন ভোটার গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন। কেন্দ্রের সংখ্যা বাড়ানোর সুযোগ না থাকায় এই সময় ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য আগামী রোববার (৭ ডিসেম্বর) কমিশন বৈঠক করবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইটিআইয়ের মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান। এছাড়া ইসি সচিব আখতার আহমেদও বক্তব্য দেন এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন করণীয় তুলে ধরেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট