
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। তার এই গুরুত্বপূর্ণ সফরকে ঘিরে রাজধানীর অন্যতম বিলাসবহুল আইটিসি মৌর্য হোটেলকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ও কৌতূহল তৈরি হয়েছে। গণমাধ্যম, নিরাপত্তা সংস্থা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এখন পুরোপুরি হোটেলটিতে।
এনডিটিভির তথ্য মতে, পুতিনের আগমনের আগেই হোটেলে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। হোটেলের সব কক্ষ বুক করা হয়েছে, করিডোরগুলো ব্যারিকেড করা হয়েছে এবং প্রধান ফটকসহ প্রতিটি প্রবেশপথে পাহারা বসানো হয়েছে। একাধিক নিরাপত্তা সংস্থা হোটেলের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে।
ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পুতিন থাকছেন হোটেলের সবচেয়ে অভিজাত ও ঐতিহ্যবাহী ‘চাণক্য স্যুট’-এ। ৪,৬০০ বর্গফুটজুড়ে বিস্তৃত এই স্যুটটি বছরের পর বছর বিশ্বের শীর্ষ রাজনীতিক ও রাষ্ট্রপ্রধানদের আতিথেয়তা দেওয়ার জন্য পরিচিত। এখানে প্রতি রাতের ভাড়া প্রায় ৮–১০ লাখ টাকা।
এনডিটিভির তথ্যমতে, স্যুটটিতে রয়েছে এমন সব সুবিধা যা একজন রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা, আরাম ও গোপনীয়তার প্রয়োজনকে পুরোপুরি পূরণ করে। স্যুটটির উল্লেখযোগ্য সুবিধাগুলো হলো— বিশাল মাস্টার বেডরুম (ওয়াক-ইন আলমারিসহ), ব্যক্তিগত স্টিম রুম ও সনা, সম্পূর্ণ সজ্জিত প্রাইভেট জিম, বৃহৎ অভ্যর্থনা ও লিভিং এরিয়া, ১২ জনের জন্য ডাইনিং রুম, অতিথি কক্ষ, অফিস ও স্টাডি রুম। হোটেল সূত্রে জানা গেছে, পুতিনের অবস্থানকালীন হোটেলের ভেতরে ও বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হবে।
পুতিনের নয়াদিল্লি সফর ভারত–রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাজনৈতিক বিশ্লেষক ও বিশ্ব গণমাধ্যমগুলো সফরটির সম্ভাব্য আলোচ্য বিষয় ও প্রভাব নিয়ে নিবিড় পর্যবেক্ষণ করছে।