1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
“দুর্নীতির বিরুদ্ধে একতা, গড়তে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে ইন্দুরকানীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সচেতন নাগরিকরা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

“দুর্নীতির বিরুদ্ধে একতা, গড়তে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে, এবং দুর্নীতি দমন কমিশন–সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের সহযোগিতায় দিবসটি পালিত হয়।

দিবস উপলক্ষে প্রথমেই উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিন গাজী। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কাজী। অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিআরডিবি চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রী।

এ ছাড়া বক্তব্য দেন সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংকের ইন্দুরকানী শাখার ব্যবস্থাপকদ্বয় মশিউর রহমান গাজী এবং মোস্তাফিজুর রহমান। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইদুল ইসলাম শহীদসহ অন্যরাও আলোচনায় অংশ নেন।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে প্রথমে প্রত্যেককে নিজেকে দুর্নীতি থেকে দূরে রাখতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সব ক্ষেত্রে সততার চর্চা বাড়াতে হবে। তারা বলেন, “আমি দুর্নীতি করবো না, কাউকে করতে দেবো না”—এই নীতি অনুসরণ করা গেলেই দুর্নীতির মূলোৎপাটন সম্ভব। সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া দুর্নীতি দমনের পথ সুগম হবে না।

বক্তারা আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ প্রতিরোধই পারে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। তাই সকল নাগরিককে সততা, দায়িত্বশীলতা ও নৈতিকতার পথে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট