
“দুর্নীতির বিরুদ্ধে একতা, গড়তে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে, এবং দুর্নীতি দমন কমিশন–সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরের সহযোগিতায় দিবসটি পালিত হয়।
দিবস উপলক্ষে প্রথমেই উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. হেলাল উদ্দিন গাজী। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কাজী। অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিআরডিবি চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রী।
এ ছাড়া বক্তব্য দেন সোনালী ব্যাংক ও রূপালী ব্যাংকের ইন্দুরকানী শাখার ব্যবস্থাপকদ্বয় মশিউর রহমান গাজী এবং মোস্তাফিজুর রহমান। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইদুল ইসলাম শহীদসহ অন্যরাও আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে প্রথমে প্রত্যেককে নিজেকে দুর্নীতি থেকে দূরে রাখতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সব ক্ষেত্রে সততার চর্চা বাড়াতে হবে। তারা বলেন, “আমি দুর্নীতি করবো না, কাউকে করতে দেবো না”—এই নীতি অনুসরণ করা গেলেই দুর্নীতির মূলোৎপাটন সম্ভব। সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া দুর্নীতি দমনের পথ সুগম হবে না।
বক্তারা আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ প্রতিরোধই পারে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। তাই সকল নাগরিককে সততা, দায়িত্বশীলতা ও নৈতিকতার পথে এগিয়ে আসার আহ্বান জানান তারা।