1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল বাংলাদেশ-পাকিস্তান আঞ্চলিক জোট: ইসলামাবাদ ‘উন্মুক্ত’ হওয়ার ইঙ্গিত দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরিকল্পনা প্রকাশ তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু খুলনায় বিএনপি নেতা গাজী এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

কাহারোল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম ইব্রাহীম খলীল ইন্তেকাল

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের কাহারোল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এ কে এম ইব্রাহীম খলীল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। গত ২০ নভেম্বর সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি আইসিইউতে ছিলেন। তার মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুরের কাহারোল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং উপজেলার বনড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক এ কে এম ইব্রাহীম খলীল ইন্তেকাল করেছেন। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৯টার সময় দিনাজপুর চেক আপ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর থেকেই তিনি দিনাজপুর চেক আপ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। প্রায় তিন সপ্তাহের চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে আজ সকালে চিকিৎসকদের কাছে পরাজিত হন তিনি।

মৃত্যুকালে এ কে এম ইব্রাহীম খলীল তিন মেয়ে, এক ছেলে, অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। তার মৃত্যুতে কাহারোল প্রেসক্লাবসহ সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা জানিয়েছেন, তিনি ছিলেন অত্যন্ত সদালাপী, দায়িত্বশীল ও সম্মানিত ব্যক্তি। তার অবদান কাহারোলের সাংবাদিকতা ও শিক্ষাঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

স্থানীয় সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা বলেন, “তিনি শুধু সাংবাদিকই নন, আমাদের অভিভাবক ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

মরহুমের জানাজা ও দাফন সম্পর্কে পরিবার পরে আনুষ্ঠানিকভাবে জানাবে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট