1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল বাংলাদেশ-পাকিস্তান আঞ্চলিক জোট: ইসলামাবাদ ‘উন্মুক্ত’ হওয়ার ইঙ্গিত দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরিকল্পনা প্রকাশ তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু খুলনায় বিএনপি নেতা গাজী এনামুল হাচান মাসুমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে যাওয়া পর্যটকদের জন্য নতুন প্রস্তাব দিয়েছে। এবার ভিসা ছাড়ের আবেদনকারীদের পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া ইতিহাস, ফোন নম্বর, ইমেল, এবং বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে।

যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বিদেশি পর্যটকদের জন্য নতুন ভিসা প্রক্রিয়া প্রস্তাব করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভিসা ছাড়ের আওতাভুক্ত পর্যটকদের জন্য সোশ্যাল মিডিয়ার পাঁচ বছরের ইতিহাস দেখানো বাধ্যতামূলক করা হতে পারে।

ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপানসহ ৪২টি দেশের পর্যটকদের এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। বর্তমানে এই দেশগুলোর নাগরিকদের ইলেকট্রনিক সিস্টেম ফর ট্র্যাভেল অথরাইজেশন (ESTA)–এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদন করতে হয়। তবে নতুন প্রস্তাব অনুযায়ী ESTA আবেদন প্রক্রিয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ার তথ্য জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীরা নিজেদের গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়ার ইতিহাস প্রদান করবেন। এছাড়া গত পাঁচ বছরের ফোন নম্বর, গত দশকের ইমেল ঠিকানা, পরিবারের সদস্যদের ব্যক্তিগত বিবরণ এবং বায়োমেট্রিক তথ্যও আবেদনের সঙ্গে জমা দিতে হবে।

এএফপি জানিয়েছে, নতুন নিয়মের ওপর জনমত জানাতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ৬০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি আরও কঠোর করার অংশ।

বিশ্লেষকরা বলছেন, এই নিয়মের ফলে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য পর্যটকদের নিরাপত্তা যাচাই করা সহজ হবে। অন্যদিকে, এটি বৈষম্য ও গোপনীয়তার প্রশ্নও উত্থাপন করছে। উল্লেখযোগ্য, যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার সঙ্গে ২০২৬ সালের বিশ্বকাপের আয়োজন করবে। তখন বিশ্বজুড়ে বিপুলসংখ্যক ফুটবল ভক্ত যুক্তরাষ্ট্র সফর করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট