1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

জি২০ সম্মেলনে মোদির বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময়

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
জি২০ সম্মেলনে মোদির বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময়

ব্রাজিলের রিও ডি জেনিরোতে চলমান জি২০ শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক বিশ্বনেতার সঙ্গে কুশল বিনিময় ও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বৈশ্বিক চ্যালেঞ্জ ও সংঘাত নিয়ে গ্লোবাল সাউথের সমস্যা সমাধানে তাঁর আহ্বান উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে।

জি২০ সম্মেলনে অংশ নিতে রিও ডি জেনিরোতে পৌঁছালে আয়োজক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি লেখেন, “রিও ডি জেনিরোতে জি২০ কার্যক্রমের জন্য উন্মুখ হয়ে আছি। উষ্ণ অভ্যর্থনার জন্য প্রেসিডেন্ট লুলাকে ধন্যবাদ।”

সম্মেলনের ফাঁকে মোদি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং, স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে “চমৎকার আলাপচারিতা” হয়েছে মোদির।স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ  আলোচনা প্রসঙ্গে মোদি বলেন, “ভাদোদরা থেকে রিও পর্যন্ত আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে।” গত মাসে সানচেজ ভারতের গুজরাটে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন।

জি২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে দেওয়া বক্তৃতায় মোদি বলেন, বৈশ্বিক সংঘাতের কারণে গ্লোবাল সাউথের দেশগুলো খাদ্য, জ্বালানি এবং সার সংকটে ভুগছে। এসব সমস্যার সমাধানে জি২০-কে এগিয়ে আসতে হবে।

জি২০ সম্মেলনে নেতারা রাশিয়া-ইউক্রেন সংঘাত, গাজা পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছেন। সম্মেলনের শেষ দিনে আজ মঙ্গলবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট