1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
দালালের সহায়তায় জাতীয় পরিচয়পত্র করতে এসে ধরা পড়লেন দুই রোহিঙ্গা - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

দালালের সহায়তায় জাতীয় পরিচয়পত্র করতে এসে ধরা পড়লেন দুই রোহিঙ্গা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
জাতীয় পরিচয়পত্র করতে এসে ধরা পড়লেন দুই রোহিঙ্গা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জাল সনদ ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে গিয়ে আটক হয়েছেন দুই রোহিঙ্গা যুবক এবং তাদের সহায়তাকারী এক দালাল। সন্দেহজনক ভাষা এবং কাগজপত্রের গড়মিল দেখে স্থানীয় নির্বাচন অফিসের কর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন, মো. ইয়াসিন (২১) – কক্সবাজারের টেকনাফ উপজেলার বালুখালি ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। মো. হোসেন (২৮) – বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামের বাসিন্দা। মো. আহসান উল্লাহ (৫৮) – শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মধ্য দেওয়ানপাড়া গ্রামের মৃত কালিম উদ্দিনের ছেলে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে গোসাইরহাট উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে আসেন ইয়াসিন ও হোসেন। তাদের সঙ্গে থাকা আহসান উল্লাহ নিজেকে তাদের বাবা হিসেবে পরিচয় দেন। প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে তারা নাগরিক সনদ, বিদ্যুৎ বিল, এবং বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র জমা দেন।

তবে নির্বাচন অফিসের কর্মীদের সন্দেহ হয় তাদের ভাষার টান এবং কাগজপত্রের সত্যতা নিয়ে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ইয়াসিন স্বীকার করেন, তিনি ২০১৮ সালে মিয়ানমার থেকে ভারত হয়ে বাংলাদেশে এসেছেন। অপরদিকে, হোসেন মাত্র চার দিন আগে দমদমিয়া থেকে কক্সবাজারে আসেন এবং তাদের পরিচয়পত্র তৈরির পরিকল্পনা হয়।

গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি সত্য প্রমাণিত হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত চালাচ্ছে।

গোসাইরহাট উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ বলেন, “তাদের কাগজপত্র যাচাইয়ের সময় সন্দেহ হলে আমরা চ্যালেঞ্জ করি। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে আমরা তাদের পুলিশের কাছে সোপর্দ করেছি।”

রোহিঙ্গাদের জাল সনদ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির ঘটনা নতুন নয়। এই ধরনের প্রতারণা দেশের নিরাপত্তা ও জনসেবা ব্যবস্থায় জটিলতা সৃষ্টি করছে। এ বিষয়ে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট