1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
কুবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তবুও সক্রিয় সাংগঠনিক কার্যক্রম - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

কুবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তবুও সক্রিয় সাংগঠনিক কার্যক্রম

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্র রাজনীতি নিষিদ্ধের পরও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর নির্দেশনা উপেক্ষা করে ক্যাম্পাসে এবং এর আশপাশে সংগঠনগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গত ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ১০০তম জরুরি সিন্ডিকেট সভায় ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, কোনো শিক্ষার্থী যদি রাজনৈতিক সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে নিষেধাজ্ঞা কার্যকর করা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ক্যাম্পাস সংলগ্ন এলাকাগুলোতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ নভেম্বর) ক্যাম্পাস সংলগ্ন একটি রিসোর্টে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের মাধ্যমে কুবি শাখা ছাত্রশিবির নিজেদের পরিচয় প্রকাশ করে। অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং ঢাবি শাখার সেক্রেটারি এস এম ফরহাদ উপস্থিত ছিলেন।

কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহি বলেন, “বিগত সরকারের আমলে শিবিরের কর্মীদের ওপর অন্যায় নির্যাতন করা হয়েছে। বিশ্বজিৎ ও আবরার ফাহাদের মতো শিক্ষার্থীরা শিবির সন্দেহে হত্যা হয়েছে। দীর্ঘদিন কৌশলগত কারণে আমরা প্রকাশ্যে আসতে পারিনি।”

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার পর প্রথম সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে কুবি শাখা ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের উপস্থিতিতে গত ১৫ অক্টোবর স্থানীয় একটি রিসোর্টে তারা মতবিনিময় সভা করে। এছাড়া ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ক্যাম্পাসে পোস্টার সাঁটানো এবং নবীন শিক্ষার্থীদের বরণ করার মতো কার্যক্রমও পরিচালনা করে।

কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, “শিক্ষার্থীদের মধ্যে রাজনীতি নিয়ে ইতিবাচক ধারণা তৈরি করাই আমাদের লক্ষ্য। আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি।”

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আবদুল হাকিম বলেন, “ক্যাম্পাসে কেউ প্রকাশ্যে রাজনৈতিক প্রোগ্রাম করেছে কিনা, তা আমরা জানি না। তবে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনো সংগঠন কোনো কার্যক্রম করতে পারবে না।”

ভিসি অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “শিক্ষার্থীদের ভর্তির সময়ই রাজনীতি নিষিদ্ধ থাকার বিষয়ে অঙ্গীকারনামা নেওয়া হয়। বর্তমানে আমরা ক্যাম্পাসের অভ্যন্তরে কাউকে কোনো রাজনৈতিক কার্যক্রম করতে দিচ্ছি না। ভবিষ্যতেও দেব না। আগামী সিন্ডিকেট সভায় এ বিষয়ে আরও স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হবে।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নের আইন অনুযায়ী, কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হতে পারবেন না। তবে সদ্য পদত্যাগ করা ভিসি অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও বাস্তবায়নে প্রশাসনের দুর্বলতা এবং সংগঠনগুলোর নিয়ম লঙ্ঘনের প্রবণতা স্পষ্ট। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট