1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
থাইল্যান্ডে পুলিশ স্টেশনে বানরের আক্রমণ, আটকে ছিলেন পুলিশ সদস্যরা - RT BD NEWS
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ভর্তি পরীক্ষা শাহবাগে খালেদা জিয়া এলে পৃথিবীর সবচেয়ে স্বর্গীয় দৃশ্য হতো’—পিনাকী হামলার আশঙ্কায় ভারতজুড়ে নিরাপত্তা ২৪ বিমানবন্দর ও বন্দর স্থগিত ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় বিপজ্জনক অধ্যায়ের সূচনা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত পাকিস্তানের আকাশসীমায় ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত

থাইল্যান্ডে পুলিশ স্টেশনে বানরের আক্রমণ, আটকে ছিলেন পুলিশ সদস্যরা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
থাইল্যান্ডে পুলিশ স্টেশনে বানরের আক্রমণ

থাইল্যান্ডের লপবুরি প্রদেশে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, যেখানে প্রায় ২০০ উচ্ছৃঙ্খল বানর এক পুলিশ স্টেশনে হামলা চালিয়ে কয়েক ঘণ্টা ধরে পুলিশ সদস্যদের আটকে রেখেছিল। শনিবার (১৬ নভেম্বর) এই ঘটনাটি ঘটে প্রদেশের রাজধানী লপবুরিতে।

লপবুরিতে বানরের উৎপাত নতুন কিছু নয়। শহরজুড়ে বানরের সংখ্যা দ্রুত বাড়ছে, যা নগরবাসীর জন্য বড় ধরনের সমস্যা তৈরি করেছে। খাবারের খোঁজে বানরের দল প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ে এবং আক্রমণাত্মক হয়ে ওঠে। নগর কর্তৃপক্ষ বানর আটকাতে বিশেষ ধরনের বেষ্টনী নির্মাণ করলেও তা সব সময় কার্যকর প্রমাণিত হচ্ছে না।

শনিবার প্রায় ২০০ বানরের একটি দল নগরজুড়ে তাণ্ডব চালায়। তাদের একটি দল লপবুরি পুলিশ স্টেশনে প্রবেশের চেষ্টা করে। পুলিশ ক্যাপ্টেন সোমচাই সিদি জানান, বানরের দল থানার ভেতর ঢুকে নথিপত্রসহ বিভিন্ন জিনিস তছনছ করতে পারে—এই আশঙ্কায় পুলিশ সদস্যরা দরজা-জানালা বন্ধ করে থানার ভেতর অবস্থান নেন।

সোমচাই সিদি বলেন, “খাবারের খোঁজে সেগুলো থানায় ঢোকার চেষ্টা করছিল। পরিস্থিতি সামলাতে আমরা সব দরজা-জানালা বন্ধ করে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করি। শনি ও রোববার থানার ভেতরেই আমরা বন্দী ছিলাম।”

পুলিশ স্টেশনে বানরের আক্রমণের পর, পুলিশ অন্যান্য বাহিনীর সাহায্য নেয়। উদ্ধারকারী দল এসে বানরের দলকে তাড়িয়ে পুলিশ সদস্যদের মুক্ত করে। রোববার একটি ফেসবুক পোস্টে পুলিশ এই তথ্য জানায়।

তবে এখনও পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বেশ কয়েকটি বানর থানা ভবনের ছাদে ঘোরাফেরা করতে দেখা গেছে। খাবারের খোঁজে বানরগুলোর লোকালয়ে ঢোকার ঘটনা ঠেকাতে পুলিশ ও স্থানীয় প্রশাসন তাদের ধরার চেষ্টা করছে।

নগর কর্তৃপক্ষ বানরের উৎপাত বন্ধে বেষ্টনীসহ নানা উদ্যোগ নিলেও তা বারবার ব্যর্থ হচ্ছে। স্থানীয় বাসিন্দারা আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। খাবারের খোঁজে আক্রমণাত্মক হয়ে ওঠা বানরের দলকে সামলাতে বিশেষ পরিকল্পনার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট