1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে বিজয় মিছিল ও আলোচনা সভা দিঘলিয়ায় ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও পথসভা পিরোজপুরে মাসুদ সাঈদীর নেতৃত্বে জাতীয় মুক্তি দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর নিয়মিত অভিযান সাজাপ্রাপ্ত পলাতক সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার এশিয়া কাপ ২০২৫: ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বিসিবি ঝিনাইদহে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন, পরিবেশ রক্ষায় সচেতনতামূলক র‍্যালি যশোরে কৃষক দলের সাধারণ সম্পাদক হিরন শিকদারকে হত্যাচেষ্টা ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: আশঙ্কা উপদেষ্টা মাহফুজ ঝিকরগাছায় সাংবাদিক বাবুর বিরুদ্ধে অপপ্রচারে ৫ কোটি টাকার মানহানি মামলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

কবির হোসেন জয়
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
বাংলাদেশ পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক উপকমিশনার (ডিসি) মশিউর রহমান এবং সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দুটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিবির সাবেক ডিসি এবং বর্তমানে পুলিশ সুপার হিসেবে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মশিউর রহমানকে নিউমার্কেট থানার মামলায় গ্রেপ্তারের পর ২০ সেপ্টেম্বর আদালতে পাঠানো হয়। সরকারি চাকরি আইন, ২০১৮ (৫৭ নম্বর আইন)-এর ৩৯(২) ধারার বিধান অনুসারে মশিউর রহমানকে ২০ সেপ্টেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

অপর প্রজ্ঞাপনে জানানো হয়, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের এডিসি জুয়েল রানাকে নিউমার্কেট থানার মামলায় ১৮ অক্টোবর গ্রেপ্তার করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী ১৮ অক্টোবর থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

উভয় কর্মকর্তাই ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি। তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বরখাস্তের সিদ্ধান্ত তাঁদের সংশ্লিষ্ট মামলার বিচার প্রক্রিয়ার আলোকে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনার প্রেক্ষিতে পুলিশের শৃঙ্খলা এবং প্রশাসনিক ব্যবস্থার কঠোরতার ওপর আলোকপাত করেছেন সংশ্লিষ্ট মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট