1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন শেষ, ৮০টি দল জমা দিল নথি এক ফ্যাসিবাদী শাসন হটিয়ে আরেক ফ্যাসিবাদের আশঙ্কায় ঘরে ফিরতে পারি নাই: নাহিদ ইসলাম চট্টগ্রাম বন্দরে জাহাজজট কমাতে ১৫টি জাহাজ চলাচল বন্ধের উদ্যোগ চায়না দুয়ারী জালে মাছের রেণু ধ্বংস: কালীগঞ্জের নদ-নদী ও বিল বিপন্ন র‌্যাব বিলুপ্তির অঙ্গীকার এনসিপির, আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের ঘোষণা জুলাই ঘোষণাপত্র উপস্থাপনায় ঢাকায় ৮ জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩০ লাখ টাকা ঝিনাইদহে টানা বৃষ্টিতে ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা

কেউ নিহত হয়নি অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ: ডিএমপি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। একই সাথে দুটি মৃত্যুর খবর ছড়িয়ে পড়া এবং সমাজে অশান্তি সৃষ্টির জন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি। কিছু পক্ষ থেকে নিহত হওয়ার মিথ্যা খবর ছড়িয়ে দেশের পরিবেশ অশান্ত করার চেষ্টা চলছে। আমরা সবার প্রতি অনুরোধ করছি, এসব অপপ্রচার থেকে বিরত থাকতে।”

যাত্রাবাড়ী মাতুয়াইলে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে সোমবার দুপুর থেকে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন এবং তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র রাজীব (১৯), শাহেদুল (২০), আশিকুল (২১), রোহান (১৯), সম্রাট (১৮), জয় (১৮), কবি নজরুল কলেজের এইচএসসি প্রথম বর্ষের রানা (২০), মারুফ (১৯), হাসিনুর (১৯), সিফাত (১৮), জাহেদুল (২১) সহ আরও বেশ কিছু শিক্ষার্থী রয়েছেন।

এছাড়া, সোলিমুল্লাহ কলেজ, ইম্পেরিয়াল কলেজ, দোলাইপাড় এ কে স্কুল, দনিয়া ব্রাইট স্কুল এবং রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত শিক্ষার্থীদের অধিকাংশের মাথায় এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ নিশ্চিত করেছে যে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে সংঘর্ষের কারণ এবং আরও বিস্তারিত তথ্য নিয়ে তদন্ত চলছে।

এদিকে, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান একটি বিবৃতিতে বলেছেন, “এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং কিছু অপশক্তি দেশব্যাপী অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। আমরা সবাই শান্ত থাকার আহ্বান জানাই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট