1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

ফেসবুক পোস্ট বিতর্কে ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সভাপতির পদে পরিবর্তন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
জাতীয় পার্টি

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সভাপতির পদ থেকে রাশেদ মজমাদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন দলের জ্যেষ্ঠ সহসভাপতি মেজর (অব.) মাহফুজুর রহমান। রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, রাশেদ মজমাদার তাঁর ফেসবুক আইডিতে দল সম্পর্কিত একটি মন্তব্য করেন, যা নিয়ে দলীয় মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর ফলেই তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

রাশেদ মজমাদার দাবি করেছেন, তাঁকে ফেসবুকে পোস্ট এবং পূর্বের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে অংশ নেওয়ার অভিযোগে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি মনে করেন, এই অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, বহিষ্কারের আগেই তিনি পদত্যাগ করেছেন।

রাশেদ মজমাদার বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অভিযোগ আনা হয়েছে। দলের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ইতিমধ্যে আরও কয়েকজন পদত্যাগ করেছেন, এবং আরও অনেকে করবেন।”

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মেজর (অব.) মাহফুজুর রহমানকে সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করতে হবে বলে মনে করছেন স্থানীয় নেতারা। দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন এবং কর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা তাঁর জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট