1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

ফেসবুক পোস্ট বিতর্কে ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সভাপতির পদে পরিবর্তন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
জাতীয় পার্টি

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সভাপতির পদ থেকে রাশেদ মজমাদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন দলের জ্যেষ্ঠ সহসভাপতি মেজর (অব.) মাহফুজুর রহমান। রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, রাশেদ মজমাদার তাঁর ফেসবুক আইডিতে দল সম্পর্কিত একটি মন্তব্য করেন, যা নিয়ে দলীয় মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর ফলেই তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

রাশেদ মজমাদার দাবি করেছেন, তাঁকে ফেসবুকে পোস্ট এবং পূর্বের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে অংশ নেওয়ার অভিযোগে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তিনি মনে করেন, এই অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি জানান, বহিষ্কারের আগেই তিনি পদত্যাগ করেছেন।

রাশেদ মজমাদার বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অভিযোগ আনা হয়েছে। দলের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে ইতিমধ্যে আরও কয়েকজন পদত্যাগ করেছেন, এবং আরও অনেকে করবেন।”

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মেজর (অব.) মাহফুজুর রহমানকে সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করতে হবে বলে মনে করছেন স্থানীয় নেতারা। দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন এবং কর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা তাঁর জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট