1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারত লোকসভায় তোলপাড়

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
ভারতের সংসদের লোকসভা

বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে সরব হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভারতের লোকসভায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত হামলার অভিযোগ নিয়ে আলোচনা হয়।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, লোকসভায় বেশ কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা এবং মন্দির ও প্রতীমা ভাঙচুরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা ভারত সরকারের কাছে জানতে চান, এই ইস্যুতে কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সংসদে বলেন, “গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতীমা ভাঙচুরের কিছু ঘটনা শোনা গেছে। ভারত সরকার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারের কাছে হিন্দু মন্দির এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থনাস্থলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক ঘটনায় তাঁতিবাজার পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার কালী মন্দির থেকে সোনার মুকুট চুরির ঘটনাও আলোচনায় এসেছে।

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং এর প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন। তারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কথিত নির্যাতনের অভিযোগ নিয়ে আলোচনা করেন।

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এটিকে ভারতের কেন্দ্রীয় সরকারের বিষয় বলে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় দেওয়া বক্তৃতায় তিনি বলেন, “বাংলাদেশ একটি ভিন্ন দেশ। এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমরা দুঃখ পেলেও কেন্দ্রের সিদ্ধান্ত মেনেই কাজ করব।”

তিনি আরও জানান, ইসকন প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তবে সেই আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি।

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের এই তৎপরতা দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ভারতের অবস্থান বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতের জন্য ইতিবাচক হলেও দুই দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নিয়ে কূটনৈতিক আলোচনা আরও গভীর হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট