1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ মঠবাড়িয়ায় ২৫ কিলোমিটার সড়কে পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি শুরু কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ফলাফল স্থগিত পিরোজপুরে বরিশাল রেঞ্জ ডিআইজির থানা ও কোর্ট পরিদর্শন কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা ও সমাবেশে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ খুলনায় দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা, ইন্দুরকানীতে ভুয়া ছবি এডিট করে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে গুজব ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি ঢাকা বিভাগসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত হামলার অভিযোগ নিয়ে ভারতের বিজেপি সরকার সরব হয়েছে। এ নিয়ে পশ্চিমবঙ্গেও বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহ করেছে কলকাতার রাস্তায়।

এমন প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এসব কর্মকাণ্ডকে “বাড়াবাড়ি” আখ্যা দিয়ে বলেন, “এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।”

সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, “বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বহু হিন্দু রয়েছেন। থানার বড় বাবু থেকে বিচারপতি, এসপি, ডিএম—সব জায়গায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে। এছাড়া মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়ে পুজা করার সুযোগ করে দিয়েছে। এসব ইতিবাচক বিষয় দেখা হয় না।”

তিনি আরও বলেন, “যদি কোথাও সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়ে থাকে, সেটি অবশ্যই নিন্দনীয়। তবে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।”

বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশের মন্তব্যের প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া তুলে ধরে সিদ্দিকুল্লাহ বলেন, “তখন মোদিজি বলেছিলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এখন বাংলাদেশও তাদের অভ্যন্তরীণ বিষয়ে একই অবস্থান নিয়েছে, যা যথাযথ।”অপরাধী বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “সন্ন্যাসী অপরাধ করলে সে অপরাধী, ইমাম অপরাধ করলে সেও অপরাধী। ভালো সন্ন্যাসী বা ইমাম কখনও অপরাধ করে না। আমি ৪০ বছর ধরে কাজ করছি। কেউ কি আমার বিরুদ্ধে কোনো থানায় মামলা দেখাতে পারবে?”

সিদ্দিকুল্লাহর এই বক্তব্য পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিজেপির বাংলাদেশবিরোধী অবস্থানের বিপরীতে তার মন্তব্যকে ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট