1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের

বাংলাদেশি রোগীদের ভারতীয় পতাকায় প্রণাম করে চেম্বারে প্রবেশ করতে হবে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
ভারতীয়-পতাকা

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এক চিকিৎসকের বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশি রোগীদের তার চেম্বারে চিকিৎসা পেতে হলে ভারতীয় জাতীয় পতাকায় প্রণাম করে প্রবেশ করতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।

শিখর বন্দোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গের নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত, তার ব্যক্তিগত চেম্বারে এ নিয়ম চালু করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশে আমাদের পতাকাকে অবমাননা করা হয়েছে, যা আমাকে কষ্ট দিয়েছে। আমি রোগীদের ফিরিয়ে দিতে চাই না। কিন্তু যারা আমাদের দেশে আসবে, তাদের আমাদের পতাকাকে সম্মান জানাতে হবে।’

তার ব্যক্তিগত চেম্বারের প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা ঝুলিয়ে একটি বার্তা সংযুক্ত করা হয়েছে। সেখানে লেখা, ‘ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না।’

শুধু শিখর বন্দোপাধ্যায় নন, চন্দ্রনাথ অধিকারী নামের আরেক চিকিৎসকও বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারি হাসপাতালে তিনি চিকিৎসা দিতে বাধ্য। তবে তার ব্যক্তিগত চেম্বারে কোনো বাংলাদেশি রোগীকে দেখবেন না।

সম্প্রতি বাংলাদেশের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা এঁকে দেওয়ার ঘটনা ঘটে। এতে ভারতীয় গণমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। এছাড়া, সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্য এবং হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে অতিরঞ্জিত খবর প্রকাশিত হয়। এসব বিষয় নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশি রোগীরা। তারা বলছেন, দুই দেশের জনগণের মধ্যে চিকিৎসা ও অন্যান্য সেবামূলক কার্যক্রমে রাজনীতি ঢোকানো উচিত নয়। অনেক বাংলাদেশি প্রতিবছর উন্নত চিকিৎসার জন্য কলকাতা ও শিলিগুড়িসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যান।

ভারতীয় সংবাদমাধ্যমের মতে, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পতাকা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। কিছু ভারতীয় হাসপাতালও বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছে। এ ধরনের পদক্ষেপ দুই দেশের মধ্যে বৈরিতা বাড়ানোর আশঙ্কা তৈরি করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট