1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসাহ বোনাসে কঠোর শর্ত আরোপ করল বাংলাদেশ ব্যাংক ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়ার নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ইউরোফাইটার টাইফুন, আধুনিকায়নের পথে বড় অর্জন দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন ঐতিহাসিক দেবীগঞ্জ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালালোঃ হুতি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্কঃ
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে মার্কিন বাহিনীর যুদ্ধ জাহাজ, আমেরিকার একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এবং ৩টি সরবরাহ জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল (রোববার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।     খবর আনাদলু এজেন্সির।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন যে, আরব সাগর এবং এডেন উপসাগরে অবস্থানরত আমেরিকান এই জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে বলে জানা যায়। ঐ অভিযানে ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইউনিট অংশ নিয়েছিলো।

জেনারেল সারি আরো বলেন যে, ১৬টি শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো সুনির্দিষ্ট ভাবে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আগাত করতে সক্ষম হয়েছে।

জেনারেল সারি আরো বলেন, ইয়েমেনের ওপর সাম্প্রতিক দিনগুলোতে ইঙ্গো-মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে স্বীকার করেন। তিনি আরো বলেন, ইয়েমেনের নৌবাহিনীর ড্রোন এবং মিসাইল ফোর্স মহান আল্লাহ তায়ালার সাহায্য নিয়ে মার্কিন সামরিক বাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং ৩টি সরবরাহ জাহাজে অত্যন্ত সফল অভিযান চালিয়েছে এবং অভিযান সফল হওয়ায় তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানান।

তার আগে গতকাল ইয়েমেনের একটি সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে দাবি করেন। সেই অভিযানে ইয়ামেনের সেনারা প্যালেস্টাইন-টু নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেন। তিনি আরও বলেন সামনের দিনগুলোতে মার্কিনিদের জন্য আরো বিপদের মুখে পড়তে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট