1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ব্যাপক তল্লাশি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ব্যাপক তল্লাশি

ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত বিশ্ববিখ্যাত তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) উত্তরপ্রদেশ রাজ্য পর্যটন অফিসের ই-মেইলে এই হুমকি আসে। তবে পুলিশ তাজমহলের ভেতরে ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও এখনও কোনো বিস্ফোরক বা বোমা উদ্ধার করতে পারেনি।

উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, ই-মেইলে অজ্ঞাত ব্যক্তি তাজমহলকে বোমা হামলা করে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। হুমকির পর পুলিশের সদস্যরা দ্রুত তাজমহলের ভেতরে এবং আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন। তল্লাশি কার্যক্রমে ভারতের কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআইএসএফের জওয়ানরা দীর্ঘ সময় ধরে অংশ নেন। তবে তাজমহল এলাকায় কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

এই ঘটনার পর, তদন্তে সহায়তা করার জন্য উত্তরপ্রদেশ সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম বিভাগ ইতোমধ্যে হুমকিদাতার অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি বা সংস্থার অবস্থান শনাক্ত করার জন্য তথ্য সংগ্রহের কাজ চলছে।

তাজমহল, সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, বিশ্বব্যাপী সংস্কৃতির এক অমূল্য নিদর্শন হিসেবে পরিচিত। এটি ভারত সরকারের পক্ষ থেকে অতি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ হিসেবে সংরক্ষিত, এবং এর নিরাপত্তা বিষয়ক ব্যবস্থা অত্যন্ত কড়া। এমন পরিস্থিতিতে তাজমহলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সতর্কতা গ্রহণ করা হয়েছে।

এ পর্যন্ত, কোনো বিস্ফোরক বা বোমা উদ্ধারের খবর পাওয়া না গেলেও এই হুমকি ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ তাজমহল এবং তার আশপাশের এলাকাকে নিরাপদ রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট