1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
হাবিপ্রবিতে সিনিয়র শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুইজন বহিষ্কৃত - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

হাবিপ্রবিতে সিনিয়র শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুইজন বহিষ্কৃত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এক সিনিয়র শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুই শিক্ষার্থীকে ১ সেমিস্টারের জন্য বিশ্ববিদ্যালয় থেকে এবং আরও ৯ শিক্ষার্থীকে ১ বছরের জন্য আবাসিক হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন।

রোববার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বহিষ্কারের এই সিদ্ধান্ত জানানো হয়।

বিশ্ববিদ্যালয় থেকে ১ সেমিস্টার এবং হল থেকে ১ বছর বহিষ্কৃত, সাজ্জাদ আহমেদ (সমাজবিজ্ঞান বিভাগ, স্নাতকোত্তর),  সৌরভ কুমার কুন্ডু (পরিসংখ্যান বিভাগ, সম্মান ৪র্থ বর্ষ)।

হল থেকে ১ বছরের জন্য বহিষ্কৃত, সাকিবুর রহমান (কৃষি অনুষদ, ২০ ব্যাচ), সাদী মো. মোসাব্বাহ (কৃষি অনুষদ, ১৯ ব্যাচ), মো. মাস-উদ আব্দুল্লাহ (ম্যানেজমেন্ট, ২১ ব্যাচ), মো. ফাহমিদ তানজিম ফাহিম (ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ২৩ ব্যাচ), আবু হামজা (পদার্থবিজ্ঞান, ২২ ব্যাচ), নুহাস আলী অর্ণব (ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ২০ ব্যাচ), মো. তামজিদ হক (মার্কেটিং বিভাগ, এমবিএ)।

গত ২৬ অক্টোবর রাতে ডিভিএম গেটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর জিয়া হলের ১০৭ নম্বর রুমে ঢুকে ১৭ ব্যাচের এক শিক্ষার্থীকে মারধর করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগ দায়ের করেন।

দুই সপ্তাহ পর শিক্ষার্থীরা বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। তদন্ত কমিটি গঠন করে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা বলেন, “ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সচেষ্ট। শিক্ষার্থীদের যেকোনো অভিযোগ-অনুযোগ লিখিতভাবে দিলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব। মারামারি কিংবা বিশৃঙ্খলা কোনো অবস্থাতেই কাম্য নয়। আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানাই।”

এই সিদ্ধান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার পরিবেশ বজায় রাখতে কঠোর মনোভাব প্রকাশ করেছে। এ ধরনের ঘটনায় ভবিষ্যতে শাস্তি আরও কঠোর হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট