1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে চায়: বিক্রম মিশ্রি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি

ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, দুই দেশের জনগণের স্বার্থে ভারতের এই সম্পর্ক হবে জনমুখী ও জনকল্যাণমুখী।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান বিক্রম মিশ্রি।

ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে বিক্রম মিশ্রির এটি প্রথম বাংলাদেশ সফর। সোমবার সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। সফরের অংশ হিসেবে বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের পর বিক্রম মিশ্রি বলেন, “আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়েছে। ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক ধরে রেখেছে এবং ভবিষ্যতেও এই সম্পর্ককে জনকেন্দ্রিক ও জনমুখী হিসেবে দেখতে চায়। এই সম্পর্কের কেন্দ্রে থাকবে দুই দেশের মানুষের কল্যাণ।”

ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথা জানান। তিনি বলেন, “আমরা উভয় দেশের জনগণের স্বার্থে এই সহযোগিতা অব্যাহত রাখবো। আমরা সাম্প্রতিক পরিস্থিতি ও সমস্যা নিয়েও আলোচনা করেছি।”

বিক্রম মিশ্রি জানান, “সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো আমরা তুলে ধরেছি। এছাড়া সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর হামলার কিছু দুঃখজনক ঘটনার বিষয়েও আলোচনা হয়েছে।”

বিক্রম মিশ্রির সফর বাংলাদেশের সঙ্গে ভারতের পারস্পরিক সম্পর্ককে আরও জোরদার করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উভয় দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করতে ভারত বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট