1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

তিন তারকার নৈপুণ্যে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগে জয়

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
এমবাপ্পে, ভিনিসিয়ুস ও বেলিংহ্যাম

সম্প্রতি ফর্মের বাইরে থাকা রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়নস লিগে আটালান্টার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অবশেষে স্বস্তির জয় তুলে নিয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে আটালান্টার মাঠে অনুষ্ঠিত ম্যাচে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামের দুর্দান্ত পারফরম্যান্সে ৩-২ গোলের জয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোরা।

ম্যাচের শুরুতেই রিয়ালের নিয়ন্ত্রণ স্পষ্ট হয়। ১০ মিনিটেই অসাধারণ ড্রিবলিংয়ের মাধ্যমে কিলিয়ান এমবাপ্পে দলকে এগিয়ে দেন। তবে বিরতির আগে ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় আটালান্টা।

বিরতির পর রিয়াল মাদ্রিদের আক্রমণাত্মক খেলা স্পষ্ট হয়। ৫৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র বুদ্ধিদীপ্ত একটি প্লেসিং শটে গোল করে দলকে আবার এগিয়ে দেন। এরপর ৫৯ মিনিটে জুড বেলিংহ্যাম দেখান একক ঝলক। মাঝমাঠ থেকে বল নিয়ে ড্রিবল করে দুর্দান্ত এক গোল করেন এই ইংলিশ তারকা। তার এই গোল ম্যাচের সেরা মুহূর্তগুলোর একটি।

৬৫ মিনিটে আটালান্টার আদেমোলা লুকমেন একটি গোল করে ব্যবধান কমিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ফলে রিয়াল মাদ্রিদ ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

এই জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগের ৩৬ দলের লিগে ১৮তম স্থানে উঠে এসেছে। তবে পরবর্তী রাউন্ডে প্লে-অফ নিশ্চিত করতে তাদের অবশ্যই শীর্ষ ২৪ দলের মধ্যে থাকতে হবে।

দলের সাম্প্রতিক ফর্ম নিয়ে বেশ চাপে ছিলেন কোচ কার্লো আনচেলত্তি। এই জয় তার দলের আত্মবিশ্বাস বাড়াবে এবং পরবর্তী ম্যাচগুলোর জন্য প্রেরণা জোগাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট