1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চিয়া সিড খাওয়ার আশ্চর্য উপকারিতা: মাত্র এক সপ্তাহে শরীরে পরিবর্তন মুন্সীগঞ্জে গ্রেফতার আওয়ামী লীগ নেতা শেখ আমজাদ হোসাইন কারাগারে প্রেরণ অর্থনীতি স্থিতিশীলতায় মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে আসবে: প্রধান উপদেষ্টা মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন গণঅভ্যুত্থান দিবসে শহিদ সাফওয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল জো রুটের ক্যারিয়ারের অপূর্ণতা: অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মাটিতে শতকের অপেক্ষা যুক্তরাষ্ট্রে পর্যটন ও ব্যবসা ভিসা পেতে লাগবে ১৫ হাজার ডলার জামানত জুলাই আন্দোলনে রাজপথে ছিলেন বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা দিঘলিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, দোয়া মাহফিল ও মিছিল অনুষ্ঠিত

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার: আসিফ মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার: আসিফ মাহমুদ

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া। বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) লালমাই অডিটরিয়ামে আয়োজিত ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশনবিষয়ক কর্মশালার সমাপনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “জাতীয় স্বার্থকে সামনে রেখে সম্পর্কগুলো চলমান থাকবে। জাতীয় স্বার্থ কমপ্রোমাইজ করে আমরা কোনো পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করি না। আমাদের এই নীতিগত পরিবর্তনই পররাষ্ট্রে আত্মমর্যাদার অবস্থান তৈরি করবে।”

তিনি আরও জানান, দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক সম্পর্কগুলো পরিচালনায় জনগণের কল্যাণ ও সার্বভৌমত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এজন্য স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচনের বিষয়ে উদ্যোগ নেওয়া জরুরি। স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের কাজ শেষ হলে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

কর্মশালায় স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা এবং পল্লী উন্নয়নে আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখা। এজন্য স্থানীয় উন্নয়নকে আরও কার্যকর করার প্রয়োজন।”

কর্মশালায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা এই কর্মশালার মাধ্যমে স্থানীয় উন্নয়ন এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি বিষয়ে কার্যকর দৃষ্টিভঙ্গি অর্জন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট