1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

“২০২৪ সালে খুন ৫৪ সাংবাদিক, গাজায় ১৬, লেবাননে ২!”

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
সাংবাদিক

২০২৪ সালে সারা বিশ্বে কর্মরত অবস্থায় বা শুধুমাত্র সাংবাদিকতা পেশার কারণে মোট ৫৪ জন সাংবাদিক খুন হয়েছেন। এ তথ্য দিয়েছে আন্তর্জাতিক সংস্থা রিপোর্টারস উইদাউট বর্ডারস (আরএসএফ)

আরএসএফের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে ১৮ জনের মৃত্যুর জন্য সরাসরি ইসরায়েলি সেনাবাহিনী দায়ী। এর মধ্যে ১৬ জন নিহত হয়েছেন গাজায়, এবং ২ জন লেবাননে।

প্রতিবেদনে ফিলিস্তিনকে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপদজনক স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থাটি দাবি করেছে, সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে চারটি মামলা দাখিল করেছে তারা।

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে সেখানে ১৪৫ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ৩৫ জন কর্মরত অবস্থায় মারা গেছেন।

আরএসএফের এই প্রতিবেদন অস্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলের একজন মুখপাত্র বলেছেন, “কিছু সাংবাদিক বিমান হামলায় মারা যেতে পারে, তবে আরএসএফ যে সংখ্যা দাবি করছে তা সঠিক নয়।” তিনি আরও বলেন, “আমরা মনে করি আরএসএফের তথ্য বিভ্রান্তিকর এবং অগ্রহণযোগ্য।”

রিপোর্টারস উইদাউট বর্ডারসের মতে, বিশ্বজুড়ে সাংবাদিকরা ক্রমাগত হুমকির সম্মুখীন হচ্ছেন। তাদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক মহলকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

সাংবাদিক হত্যার এ পরিসংখ্যান গণমাধ্যমের স্বাধীনতা এবং মানবাধিকারের জন্য এক অশনি সংকেত। বিশেষত যুদ্ধ কবলিত অঞ্চলে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট