1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সেবা সপ্তাহ ও চাকরি মেলা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে সেবা সপ্তাহ ও চাকরি মেলা

প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে সেবা সপ্তাহ এবং চাকরি মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসি’র অধ্যক্ষ মো. রুস্তম আলি। তিনি জানান, আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ উদযাপন করা হবে। এ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, মতবিনিময় সভা, শোভাযাত্রা, আলোচনা সভা, মাইকিং ও লিফলেট বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বকুল চন্দ্র কবিরাজ, বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান এবং ডিইএমও’র সহকারী পরিচালক মো. সামিউল ইসলাম।

সেবা সপ্তাহের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে, বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় সভা, শোভাযাত্রা, জেলা পর্যায়ে আলোচনা সভা, চাকরি মেলা আয়োজন, মাইকিং ও লিফলেট বিতরণ।

এই আয়োজনের মাধ্যমে প্রবাসীদের অধিকার নিশ্চিত করা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অভিবাসীদের ভূমিকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্য নেওয়া হয়েছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, প্রবাসীদের কল্যাণ এবং তাদের বৈষম্যহীন সুবিধা প্রদানের লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে। একইসঙ্গে চাকরি মেলার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে অংশগ্রহণকারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

সেবা সপ্তাহের মাধ্যমে অভিবাসন প্রক্রিয়া সহজ, নিরাপদ ও সবার জন্য কার্যকর করার বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করা হবে।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, অভিবাসন সংশ্লিষ্ট সংগঠন, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী এই উদ্যোগ প্রবাসী ও অভিবাসন খাতের উন্নয়ন এবং সচেতনতার প্রসারে কার্যকর ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট