1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিন স্পিনিং মিলের অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ (আড়াইহাজার) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিন স্পিনিং মিলের অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবস্থিত জাহিন স্পিনিং মিল নামক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ঝাউগড়া এলাকার ওই কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জোন-২ এর উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, আড়াইহাজার, রূপগঞ্জের কাঞ্চন এবং নরসিংদীর মাধবদী স্টেশনের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। রাত ২টা নাগাদ আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

এ ঘটনায় কারখানার মালিক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ–অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান জানান, তাদের কারখানায় তুলা থেকে সুতা তৈরির কাজ হতো এবং সেখানে ছয় শতাধিক শ্রমিক কর্মরত ছিলেন। তবে, বিজয় দিবস উপলক্ষে ওই দিন কারখানাটি ছুটি ছিল, ফলে কারখানায় উপস্থিত কোনো শ্রমিকের ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের ঘটনায় কারখানার মজুত তুলা, সুতা তৈরির কাঁচামাল এবং যন্ত্রপাতি পুড়ে গেছে। তবে, আগুনের সূত্রপাত এবং কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, কারখানায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পরবর্তী সময়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট