1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
কায়রো সফরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস - RT BD NEWS
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি মেলান্দহে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু, তিনটি গরুও পুড়ে ছাই শৈলকুপায় ৩ বাড়িতে অজ্ঞান পার্টির হানা, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান

কায়রো সফরে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
ড. মুহাম্মদ ইউনূস

মিশরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুই দিনের সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তিনি কায়রোর ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, ড. ইউনূস আল-আজহার আল-শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল-তায়েবের আমন্ত্রণে এ ভাষণ দেবেন। উল্লেখ্য, গত ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে এক অনুষ্ঠানে গ্র্যান্ড ইমাম আনুষ্ঠানিকভাবে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

সফরের উদ্দেশ্যে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিশরের উদ্দেশে যাত্রা করে। স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি কায়রো পৌঁছান।

ড. ইউনূস তার সফরের অংশ হিসেবে আজ কায়রোতে অনুষ্ঠিতব্য ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশনের ১১তম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। ডি-৮, যা ডেভেলপিং-৮ নামেও পরিচিত, একটি অর্থনৈতিক সহযোগিতা সংস্থা। এর সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক।

ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানসহ অন্যান্য সদস্য রাষ্ট্রের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, ডি-৮ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, ড. ইউনূসের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার খবরে বাংলাদেশের জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে এটি বাংলাদেশের সঙ্গে মিশরের ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট