1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের উপকূলে বৃষ্টির প্রভাব

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
নিম্নচাপ, ঘূর্ণিঝড়

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এটি গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। নিম্নচাপটি উপকূল থেকে দূরে থাকলেও এর প্রভাব পড়েছে দেশের আবহাওয়ায়।

নিম্নচাপের প্রভাবে আজ শনিবার দেশের উপকূলীয় খুলনা ও বরিশাল অঞ্চলে হালকা বৃষ্টি হচ্ছে। তবে রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন, ‘‘নিম্নচাপের প্রভাবে রাজধানীর আকাশ মেঘলা থাকলেও আজ সন্ধ্যার মধ্যে বৃষ্টি না হলে আর বৃষ্টির সম্ভাবনা নেই।’’

সাগরে নিম্নচাপের কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের প্রভাবের কারণে আগামীকাল রবিবার থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে। তবে মঙ্গলবারের দিকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা খানিকটা বেড়েছে। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন, ‘‘আগামীকাল রবিবার থেকে মেঘলা আকাশ ও বৃষ্টির প্রবণতা কমবে। তবে মঙ্গলবারের দিকে আবার কিছুটা বৃষ্টি হতে পারে।’’

নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় সাময়িক বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির পরিমাণ সীমিত থাকবে। এ অবস্থায় আবহাওয়ার উন্নতি নিয়ে অধিদপ্তরের পূর্বাভাস অনুসরণ করতে বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট