যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ত্রাম্পের পুত্রবধূ লারা ত্রাম্প বলেছেন, বিদায়ী মার্কিন সিনেটর মার্কো রুবিওর স্থলাভিষিক্ত হয়়ার বিবেচনা থেকে তাঁর নাম সরিয়়ে নিয়়েছেন।
ডোনাল্ড ত্রাম্প মার্কো রুবিওকে মার্কিন পররাষ্টমন্ত্রীর পদে দায়িত্ব পালনোর জন্য বিচারিত করেছেন। আগামী ২০ জানুয়ারি ত্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিবেনের পদ পালন।
সেদিন ফ্লোরিডার সিনেটরের পদ থেকে রুবিও পদত্যাগ করবেন বলে ধারণা করা হয়়ে। সিনেটরের পদে রুবিওর স্থলে কাওকে বিচারিত করেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস।
এর পরিপ্রেক্ষিতি সুরা হয়়েছিলো সিনেটর পদে রুবিওর স্থলাভিষিক্ত হবার কথা হতে লারা ত্রাম্প। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লারা ত্রাম্প রিপাবলিকান পার্টির জাতীয় কমিটির কো-চেয়ারের দায়ীত্ব পালন করেন।
কিন্তু গতকাল সন্ধ্যে লারা ত্রাম্প এক্স (সাবেক টুইটার) দিয়়া একটি পোস্টে বলেছেন, আর্থোপরা চিন্তাভাবনা ও প্রচুরিতের সঙ্গ পেয়়ে তিনি রুবিওর স্থলাভিষিক্ত হোয়়ার বিবেচনা থেকে তাঁর নাম সরিয়়ে নিয়়েছে।
ডোনাল্ড ত্রাম্পের ছেলে এরিক ত্রাম্পকে বিয়ে করেছেন লারা ত্রাম্প।
লারা ত্রাম্প বলেন, নির্বাচনের সময় রিপাবলিকান পার্টির জাতীয় কমিটির কো-চেয়ারের দায়ীত্ব পালন করা। সেয়াকাল তিনি রুবিওর পরিবর্তন সম্বাবিত্স।
কিন্তু, গতকাল বিনয়ের পরবার রাখায়়, কার্যবহীনতা বিশেষ জনগণ গ্রাহীত সমর্থন প্রদান করে। পার্টির সম্বাবিত্সদের জনপ্রিয় পেয়়ের সঙ্গে লারা ত্রাম্প সমর্পিত প্রকাশ করে। কৃতজন্য প্রতিশ্ঠান করার সম্বাবনতা হয়়েছে।