1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

জাতীয় সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি)-তে আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় সংলাপে ভিডিও বার্তায় তিনি বলেন, “সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে।”

ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত এই সংলাপের বিষয় ছিল ঐক্য, সংস্কার ও নির্বাচন। উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস জানান, নির্বাচন কমিশনের হাতে নির্বাচনের প্রস্তুতির কাজ হলেও সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। “নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজ শুরু করার জন্য সকল নাগরিককে একত্রিত হতে হবে,” বলেন তিনি।

ড. ইউনূস আরও বলেন, “যারা বর্তমানে ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার পাশাপাশি ভবিষ্যতে যারা ভোটার হবেন, তাদেরকেও সংস্কারের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।”

ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে শহীদদের স্মরণ করে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, চোখের দৃষ্টি হারিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি আমাদের ঋণ শোধ হওয়ার নয়। তাদের প্রেরণা ও অবদান জাতি কখনো ভুলতে পারবে না।” তিনি যোগ করেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি এবং এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করতে আমাদের সকল শক্তি নিয়োজিত রাখতে হবে।”

“পেছনে ফেরার সুযোগ আমাদের নেই,”—এ কথা বলার মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. ইউনূস দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এই সংলাপের মাধ্যমে দেশের উন্নয়ন এবং সংস্কারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে, যা বাংলাদেশের ভবিষ্যত গঠনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

4o mini

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট