1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন শেষ, ৮০টি দল জমা দিল নথি এক ফ্যাসিবাদী শাসন হটিয়ে আরেক ফ্যাসিবাদের আশঙ্কায় ঘরে ফিরতে পারি নাই: নাহিদ ইসলাম চট্টগ্রাম বন্দরে জাহাজজট কমাতে ১৫টি জাহাজ চলাচল বন্ধের উদ্যোগ চায়না দুয়ারী জালে মাছের রেণু ধ্বংস: কালীগঞ্জের নদ-নদী ও বিল বিপন্ন র‌্যাব বিলুপ্তির অঙ্গীকার এনসিপির, আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের ঘোষণা জুলাই ঘোষণাপত্র উপস্থাপনায় ঢাকায় ৮ জোড়া বিশেষ ট্রেন, ব্যয় ৩০ লাখ টাকা ঝিনাইদহে টানা বৃষ্টিতে ৭ হাজার ৫০০ হেক্টর ফসলি জমি পানির নিচে ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা

দক্ষিণ সিটি করপোরেশনে স্থানান্তরিত হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম

মোঃ কবির হোসেন
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আগামীকাল রোববার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয়ের শূন্য কক্ষে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে তথ্য দিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শনিবার রাজধানীর হেয়াররোডে স্থানীয় সরকার উপদেষ্টার বাসভবনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম একদিনের জন্যও থেমে থাকবে না। আমাদের লক্ষ্য জনগণের জন্য আরও উন্নত সেবা প্রদান করা, এবং বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতির তথ্য লোপাট করার কোনও চেষ্টা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।”

উপদেষ্টা আরো বলেন, “আগের চেয়ে আরও দৃঢ় চিত্তে মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল করতে সব কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

এতদিন মন্ত্রণালয়ের কার্যক্রম রাজধানীর সচিবালয়ে পরিচালিত হচ্ছিল, কিন্তু গত বুধবার গভীর রাতে সেখানে লাগা আগুনে পাঁচটি মন্ত্রণালয়ের কার্যালয়, নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যায়। পুড়ে যায় স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি বিভাগসহ আরও তিনটি মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তরের নথিপত্র ও গুরুত্বপূর্ণ বস্তু। ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলো হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এই অগ্নিকাণ্ডে মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার এবং আসবাব পুড়ে ছাই হয়ে যায়। দেয়াল এবং মেঝেতে বড় ক্ষতির সৃষ্টি হয়।

এ ঘটনার পরপরই মন্ত্রণালয়গুলোর অধীনস্থ দপ্তরগুলোর কার্যক্রম শুরুর জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শূন্য কক্ষগুলো নির্ধারণ করা হয়েছে। এখান থেকেই স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন যে, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হলেও মন্ত্রণালয়ের কার্যক্রম যাতে স্বাভাবিকভাবে চলতে পারে, তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট