1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সোমবার থেকে দেশের তাপমাত্রা কমার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস - RT BD NEWS
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি মেলান্দহে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু, তিনটি গরুও পুড়ে ছাই শৈলকুপায় ৩ বাড়িতে অজ্ঞান পার্টির হানা, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ

সোমবার থেকে দেশের তাপমাত্রা কমার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
শৈত্যপ্রবাহ/শীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও সোমবার (৩০ ডিসেম্বর) থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ কমবে। রোববার (২৯ ডিসেম্বর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এক পূর্বাভাসে এ তথ্য জানান।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের আবহাওয়া বিরাজমান থাকবে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

৩১ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এই সময়ও সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিনে দেশের রাত এবং দিনের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। এতে শীতের প্রকোপ বেড়ে যেতে পারে।

তাপমাত্রা হ্রাসের সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কায় দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ ও ত্রাণ কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এ সময় স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন।

কুয়াশার কারণে সড়ক, নৌ, ও বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। চালকদের যানবাহন চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন এবং ভ্রমণকারীদের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এটি ছিল চলমান শীতকালীন পরিস্থিতি নিয়ে একটি হালনাগাদ প্রতিবেদন। আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্যের জন্য আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট