1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

পাটগ্রাম সীমান্তে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিচ্ছে ভারত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের দহগ্রামে কাঁটাতারের বেড়া নির্মাণকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে বিজিবি বাধা প্রদান করেছে। বুধবার (১ জানুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন সীমান্তে নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ভারতীয় বাহিনী দহগ্রাম ইউনিয়নের ৮/৫১-এস মেইল পিলারের কাছে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া এবং লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন করতে শুরু করে। বিজিবির বাধায় বিএসএফ কাজ থামাতে বাধ্য হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়নের অধীনস্ত লালমনিরহাটের পাটগ্রাম থানাধীন দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিএসএফ সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় ৬০ গজ ভারতের অভ্যন্তরে সীমান্ত পিলার থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেন। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করতে বাধা দেয়।

বিএসএফ সদস্যরা প্রথমে বিজিবির প্রতিবাদ উপেক্ষা করলেও পরে বিজিবির তীব্র প্রতিবাদে তারা সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে পিছু হটতে বাধ্য হন। এরপর তারা নির্মাণকাজের মালামাল সরিয়ে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে নিয়ে যান।

বিজিবি পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেন, “এ বিষয়ে তাৎক্ষণিক মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। উক্ত এলাকায় বিজিবি টহল দলের সার্বক্ষণিক অবস্থানসহ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকও আহ্বান করা হয়েছে।”

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হলেও বিজিবির দক্ষ নেতৃত্বের কারণে পরিস্থিতি শান্ত রাখা সম্ভব হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট