1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলা বাতিল, রাষ্ট্রপক্ষের লিভ-টু-আপিল - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলা বাতিল, রাষ্ট্রপক্ষের লিভ-টু-আপিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
হাইকোর্টে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির চারটি মামলা বাতিল করেছে হাইকোর্ট। তবে, এই রায়ের বিরুদ্ধে লিভ-টু-আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

রোববার (৫ জানুয়ারি) আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের লিভ-টু-আপিলের আবেদন অন্তর্ভুক্ত করা হয়েছে। আবেদনটি শুনানির জন্য আজ থেকে কার্যতালিকায় উঠেছে এবং এটি জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে শুনানির জন্য রাখা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা সঠিক ছিল না এবং মামলা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানানো হয়েছে।

গত ২৩ অক্টোবর বিচারপতি একে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় দায়েরকৃত চারটি চাঁদাবাজির মামলার বৈধতা নিয়ে রায় দেন। আদালত মামলা বাতিল করে রায় দেন, যার পরই রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে লিভ-টু-আপিল করে।

প্রসঙ্গত, ২০০৭ সালে তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে চারটি মামলা দায়ের করেন। মামলার বৈধতার প্রশ্নে হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারায় আবেদন করা হয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট