1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

নীলফামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি, ৫ থানায় নাগরিক কমিটি

নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার সংগঠনের কাঠামো বিস্তৃত করতে নীলফামারী জেলায় একটি ২৯৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে। এ নিয়ে দেশে মোট ২২টি জেলায় এই কমিটি গঠন করা হলো। অন্যদিকে, জাতীয় নাগরিক কমিটি দেশের আরও পাঁচটি থানা ও উপজেলায় নতুন প্রতিনিধি কমিটি গঠন করেছে, যা নিয়ে তাদের মোট ১৩৫টি থানা ও উপজেলায় কমিটি সম্পন্ন হলো।

গত ২০ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আরিফ সোহেল নীলফামারী জেলা কমিটি অনুমোদন করেন। এই কমিটি ছয় মাসের জন্য গঠন করা হয়েছে। নতুন কমিটির নাম ঘোষণা গতকাল সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজ-এ করা হয়।

নীলফামারী জেলা কমিটিতে নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থী সৈয়দ মেহেদী হাসান আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া, আলিফ সিদ্দিকী কে সদস্যসচিব, সাবাব তানজিম কে মুখ্য সংগঠক এবং মো. শাকিল প্রধান কে মুখপাত্র করা হয়েছে। কমিটিতে মোট ১৬ জন যুগ্ম আহ্বায়ক, ১৫ জন যুগ্ম সদস্যসচিব, ২৬ জন সংগঠক এবং ২৪১ জন সদস্য রয়েছেন।

এটি দেশের ২২টি জেলা, ৩টি মহানগর, ১টি বিশ্ববিদ্যালয়, ২টি কলেজ এবং ১টি পলিটেকনিক ইনস্টিটিউট-এ গঠিত কমিটির অংশ হিসেবে সাফল্যের সঙ্গে পরিচালিত হবে।

এদিকে, জাতীয় নাগরিক কমিটি তার ভেরিফায়েড ফেসবুক পেজ-এ দেশের নতুন পাঁচটি থানা ও উপজেলায় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। নতুন কমিটিগুলি নিম্নলিখিত জায়গায় গঠন করা হয়েছে, ফরিদপুরের মধুখালী উপজেলা: ৫১ সদস্যের কমিটি, মেহেরপুর সদর উপজেলা: ১৪৩ সদস্যের কমিটি, ঢাকা ক্যান্টনমেন্ট থানা: ৭০ সদস্যের কমিটি, টাঙ্গাইলের নাগরপুর উপজেলা: ৫০ সদস্যের কমিটি, দেলদুয়ার উপজেলা: ৩৯ সদস্যের কমিটি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট