1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুরে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপের ঘোষণা হামিদুর রহমান রানার সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিতে বিসিবিকে আরও সময় চাইলেন তামিম

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
তামিম ইকবাল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আরও দু-একদিন সময় চেয়েছেন তামিম ইকবাল। আজ বুধবার সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে বিসিবির নির্বাচক কমিটির সঙ্গে দুই দফা আলোচনার পর এ সিদ্ধান্ত নেন তিনি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসিতে ১৫ সদস্যের দল পাঠাতে হবে বিসিবিকে। নির্বাচক কমিটি তামিমকে দলে চাইলেও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছিল, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছেন।

সম্প্রতি চিটাগং কিংসের শুভেচ্ছা দূত শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তামিমকেও এ ধরনের কথা বলতে শোনা যায়।

আজকের প্রথম দফা আলোচনায় তামিম নির্বাচকদের জানিয়ে দেন, তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান না। তবে দ্বিতীয় দফায় আলোচনার পর কিছুটা ইতিবাচক মনোভাব দেখান এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পরিবারের সঙ্গে আলোচনা করতে সময় চান।

প্রধান নির্বাচক গাজী আশরাফ বলেন, ‘আলোচনার সঙ্গে সঙ্গে ফল আসে না। খেলোয়াড়দের জন্য পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনা করা জরুরি। আমরা তামিমকে সময় দিয়েছি। আশা করি, তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।’

তামিমের ফিটনেস নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন গাজী আশরাফ। তিনি বলেন, ‘তামিম এনসিএল ও বিপিএলে খেলছেন। তার যোগ্যতা নিয়ে কারও সন্দেহ নেই। আমরা তার ফেরার অপেক্ষায় আছি।’

সূত্র জানিয়েছে, অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ দলের আরও কয়েকজন ক্রিকেটার তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে অনুরোধ করেছেন।

সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। প্রধান নির্বাচক জানান, চেন্নাইয়ে সাকিবের সর্বশেষ বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফল এখনো হাতে পৌঁছায়নি।

গাজী আশরাফ বলেন, ‘সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফল পেতে আরও সময় লাগবে। আমরা এ বিষয়ে অপেক্ষা করছি।’

সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা না রাখা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারে বোর্ড থেকে কোনো নির্দেশনা পাইনি। আমরা বোর্ডকে জিজ্ঞাসা করেছি, সাকিব দলে থাকতে পারবেন কি না। এ ব্যাপারে বোর্ডের উত্তরের অপেক্ষায় আছি।’

চ্যাম্পিয়ন্স ট্রফির দল চূড়ান্ত করার আগে বিসিবি তামিমের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে। তামিমের পাশাপাশি সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফলও গুরুত্বপূর্ণ হবে।

তামিম ইকবাল সর্বশেষ বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা তামিমকে ফেরাতে নির্বাচন কমিটি বিশেষ উদ্যোগ নিয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আজ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও কথা বলেছেন নির্বাচকরা। তবে তামিমের সঙ্গে আলোচনার সময় শান্ত উপস্থিত ছিলেন না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট