1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জুড়ীর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
জুড়ীর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মৌলভীবাজারের জুড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল ইসলাম ওরফে রুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওবায়দুল ইসলাম সর্বশেষ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। যদিও তিনি আওয়ামী লীগের সমর্থক, তবে দলীয় কোনো পদপদবি তাঁর নেই।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, বুধবার বেলা তিনটার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে প্রশাসনের ডাকা একটি সভায় যোগ দিতে যান ওবায়দুল ইসলাম। সভা চলাকালীন সময়েই পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকজন আন্দোলনকারীর ওপর হামলা চালানো হয়েছিল। এ বিষয়ে শিক্ষার্থী তারেক মিয়া বাদী হয়ে গত ২৬ আগস্ট একটি মামলা করেন। মামলায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৬৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকেও আসামি করা হয়।

পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম ওই মামলার এজাহারভুক্ত আসামি নন। তবে তদন্তে দেখা গেছে, হামলার ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মিছিলে সামনের সারিতে উপস্থিত ছিলেন তিনি।

ওসি মুরশেদুল আলম ভূঁইয়া আরও বলেন, ঘটনার তদন্তে ওবায়দুল ইসলামের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এরপর ছাত্রদের পক্ষ থেকে মামলাটি করা হয়।

স্থানীয়রা মনে করছেন, ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তারে এলাকাজুড়ে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি: ওবায়দুল ইসলাম (ইউপি চেয়ারম্যান), অভিযোগ: ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সম্পৃক্ততা, মামলা দায়েরকারী: শিক্ষার্থী তারেক মিয়া, মামলায় আসামি: আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৩ জন, তদন্তের তথ্য: মিছিলে সরাসরি অংশগ্রহণ ও হামলায় জড়িত থাকার প্রমাণ, এলাকার মানুষ আশা করছেন, হামলার ঘটনায় প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট