1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ নুরের উপর হামলা বিচ্ছিন্ন নয়, এটি সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নী জেনারেল নির্বাচন কমিশন সার্ভিস গঠনে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল মাঠ কর্মকর্তারা দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

শীতে কাঁপছে সারা দেশ, ১০ জেলায় শৈত্যপ্রবাহ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
শৈত্যপ্রবাহ/শীত

সারা দেশেই শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত মানুষের অবস্থা শীতের কারণে জবুথবু হয়ে পড়েছে। বিশেষ করে ১০টি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টায় কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ে রাত-দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কুয়াশা পড়তে পারে। মৃদু শৈত্যপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

বর্তমানে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, এবং গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এগুলোতে আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে, কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে তাপমাত্রা সামান্য কমতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, বর্ধিত ৫ দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে।

এখনকার এই শীতের তীব্রতা অনেক এলাকার মানুষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ১০টি জেলার বাসিন্দাদের জন্য বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আগামী কিছুদিনের মধ্যে কুয়াশা এবং শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট