1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের

গাজায় পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল: মালালা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
বৈশ্বিক-সম্মেলনে-মালালা-ইউসুফজাই

পাকিস্তানে আয়োজিত মুসলিম দেশগুলোতে মেয়েদের শিক্ষা বিষয়ে একটি বৈশ্বিক সম্মেলনে শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, “ইসরায়েল গাজায় পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারা বিশ্ববিদ্যালয় ও স্কুলে বোমা হামলা চালিয়ে ৯০ শতাংশের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করেছে। এমনকি স্কুলে আশ্রয় নেওয়া বেসামরিক লোকজনের ওপরও নির্বিচারে হামলা চালিয়েছে।”

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন। সেখানে মালালা বলেন, “ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানানো অব্যাহত রাখব।”

মালালা উল্লেখ করেন, ফিলিস্তিনি শিশুরা তাদের জীবন ও ভবিষ্যৎ হারিয়েছে। তিনি বলেন, “যখন স্কুলে বোমা হামলা হয়, পরিবারকে হত্যা করা হয়, তখন একটি ফিলিস্তিনি মেয়ের ভবিষ্যৎ বলে কিছু থাকে না।”

ইসরায়েল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়। এতে ইসরায়েলি পক্ষের ১,২০৮ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। হামাস ওই সময় ২৫১ জনকে জিম্মি করে, যাদের মধ্যে ৯৪ জন এখনো গাজা উপত্যকায় রয়ে গেছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪৬ হাজার ৫৩৭ জন নিহত হয়েছেন। যাদের অধিকাংশই বেসামরিক নারী ও শিশু। জাতিসংঘও এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট