1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

পুলিশ সদস্যদের মাতাল অবস্থায় আপত্তিকর নাচের ভিডিও ভাইরাল

মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
পার্টিতে মদ খেয়ে নেচে গেয়ে ভাইরাল দুই পুলিশ

মাদারীপুরের রাজৈর থানার দুই পুলিশ সদস্যকে মাতাল অবস্থায় আপত্তিকর নাচের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাদের ক্লোজড করা হয়, এর আগে তাদের নাচ-গানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি প্রায় দেড় মাস আগে ধারণ করা হলেও সম্প্রতি ছড়িয়ে পড়ায় পুলিশ প্রশাসনে অস্বস্তি সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত দুই পুলিশ সদস্য হলেন এএসআই স্বপন অধিকারী এবং মো. হাদিবুর রহমান। ভিডিওতে দেখা যায়, তারা একটি সেমিপাকা ঘরে মদ্যপ অবস্থায় নাচছেন এবং তাদের সঙ্গে একাধিক নারী উপস্থিত ছিল। নাচের দৃশ্যে আরও দেখা যায়, পাশের খাটে বসে তাল দিচ্ছিলেন রাজৈর উপজেলা যুবলীগ নেতা রাহাত হোসেন।

খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওটি রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের একটি গ্যারেজের, যেখানে মাদক সেবনসহ নানা অবৈধ কার্যক্রম চলে। পুলিশ সদস্য ছাড়াও যুবলীগের কয়েকজন পলাতক নেতা এসব আসরে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহলে পৌঁছালে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়। রাজৈর থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান বলেন, “পুলিশ বাহিনী শৃঙ্খলা মেনে কাজ করে এবং কোনো অবস্থায় আইনের বাইরে কিছু করার সুযোগ নেই।”

মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেছেন, “পুলিশ বাহিনী অত্যন্ত শৃঙ্খলা মেনে কাজ করে এবং ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অত্যন্ত নিন্দনীয়। কোনোভাবেই এটা পুলিশ সদস্যদের আচরণ হতে পারে না।” তিনি জানিয়েছেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে।

তবে অভিযোগ অস্বীকার করে দুই পুলিশ সদস্য দুই রকম সুরে কথা বলেছেন। অভিযুক্ত স্বপন অধিকারী বলেছেন, “আমি বিন্দাস মানুষ, মাঝে মধ্যে একটু আমোদ-ফুর্তি করি। তবে যদি অন্যায় হয়ে থাকে, আমি দোষী।” অপর অভিযুক্ত মো. হাদিবুর রহমান বলেন, “আমার জন্মদিন উপলক্ষে বন্ধু-বান্ধব মিলে একটু আনন্দ-ফুর্তি করেছি, তবে ভিডিওটি কে ভাইরাল করল তা বুঝে আসছে না।”

এদিকে, পুলিশ প্রশাসন এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি তদন্তের মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট